আজ করেছে সাঁহ্মাণ্ডে যে রূপ নীলে


আজ করেছে সাঁহ্মাণ্ডে যে রূপ নীলে
  নরেকারে ভেসেছিলে,যে রূপ হালে।।

নরেকারের গম্ভু ভারি,আমি কি তা বুঝতে পারি,
  তারই কিষ্ণিৎ প্রমাণ শুনি;শুকো ফুলে।।

অধিক জানি,নীরসে সরকারে,
  ডিম্বরূপ হয়,তার সৃষ্টি রাছুলে।।

আত্মতত্ত্বে আপনি ফানা,কি করিব পড়াশুনা,
  লালন বলে যাবে জানা,আপনারে চিনিলে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।