মরি হায় এ কি ভাব তিনে এক জোড়া


মরি হায় এ কি ভাব তিনে এক জোড়া
  তিনের বশত ত্রিভুবনে,মিলনের এক গোড়া।।

নর নারায়ণ পশু,জীবাদী,দুয়েতে এক মিলন জোড়া,
  তারা কোন যুগের দাঁড়া।।

তিন মহাজন বসে তিন ঘরে,তিনজনার মন বাঁধা আছে,আধা নেহারে,
  আধা মানুষ ধরবি যদি,ভোগে দেখি বিধির বেড়া।।

তিন জনা সাত পান্তির উপরে,আধা পান্তি আছে ধরা,জানগে যা তারে,
  ফকির লালন বলে সেই ছলে মিলবে সেই পথের দাঁড়া।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।