কে বোঝে সাঁইর লীলা খেলা


কে বোঝে সাঁইর লীলা খেলা
সে আপনি গুরু আপনি চেলা।।

সপ্ততালার উপরে সে
নিরূপে রয় অচিন দেশে
প্রকাশ্যে রূপলীলা বাসে
    চিনা যায় না লেগে বেদের ঘোলা।।

অঙ্গের অবয়বে দৃষ্টি
করিল সে পরম ইষ্টি
তবে কেন আকার নাস্তি বলে,
     না জেনে সে ভেদ নিরালা।।

যদি কার হয় চক্ষু দান
সেই দেখে সে রূপ বর্তমান
লালন বলে তার ধ্যান জ্ঞান
     হরে দেখিয়ে সব পুঁথিপালা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।