সবে বলে লালন ফকির হিন্দু কি যবন


সবে বলে লালন ফকির হিন্দু কি যবন,
  কি বলিব আমার আমি না জানি সন্ধান।।

একই ঘাটে আসা যাওয়া,এক পাটনী দিচ্ছে খেওয়া,
  কেউ খায়না কারো ছোঁয়া,বিভিন্ন জল কেবা পান।।

বেদ পুরানে শুনিতে পাই,হিন্দুর হরি যবনের সাঁই,
  তাওত আমি বুঝতে নারি,দুই রূপ সৃষ্টি কি প্রমাণ।।বিবিদের

নাই মুসলমানী,পৈতা যার নাই সেওত বাওনী,
  বোঝরে ভাই দিব্য জ্ঞানী,লালন তমনি জাতএক জনা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।