আপন খবর যদি হয়,
আপন খবর যদি হয়,
যার অন্ত নাই তার খবর কে পায়।।
আত্মারূপে ফেরা,ভণ্ডে করে সেবা,দেখ দেখ যে-বাহয় মহাশয়।।
কে বা চালায় কে বা চলে,কেবা জাগে ধড়ে,কে বা ঘুমায়।। অন্য
আনমনা ছাড়,আত্ম তত্ত্ব ধোড় তীর্থ,লালন ব্রতের র্কায্য নয়।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন