হীরা লাল জহরের কুটী


হীরা লাল জহরের কুটী
  আছে এই দেহে দেখরে মন হয়ে খাঁটি।।

যমন গাভীর ভাণ্ডে গোরচনা,গাভী তা জানে না,
  হসনে যেন তেমনি বুনো পশুটি।।

যমন সাপের মাথায় ফাণী,ভেক খায় ধরে তখনি,
  মেওয়া ছেড়ে খাসনে মাটি।।

দিয়ে তাই কেড়ে নিতে,দেরী নাই সত্য বটে,
  লালন বলে খোজ তার,ছোড়ান কাটি।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।