দেখনারে ভাব নগরে
দেখনারে ভাব নগরে
ভাবের ঘরে ভাবের কিস্তি
তার ভিতরে জ্বলছে বাতি।।
ভাবের মানুষ ভাবের খেলা
ভাবে বসে দেখ নিরালা,
নীরে ক্ষীরে রয় জ্যোতি।।
জ্যোতিতে রতির উদয়
সামান্যে কি তাই জানা যায়,
তাতে কত রূপ দেখা যায়
যার লাগে মতি।।
যখন নিঃশব্দেরে খাবে
ভবের খেলা ভেঙ্গে যাবে,
লালন কয় দেখবি ফিরে কি গতি।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন