পেড়োয় ভূত যে জনা হয়
পেড়োয় ভূত যে জনা হয়,
মুক্তি তার কোন দেশে,ফয়তা হয়।।
দিল্লীর ভূত সেরে যায় গায়ার দরগায়,
মক্কায় শুনি শয়তান থাকে,ভূত হয় না কি পেড়োর মাঝে,সেও
কথা পাগলে বোঝে,এই দুনিয়ায়।।
মোরদার নামে ফয়তা দিলে,মোরদা কি তা পায় সেখানে,
তবে কেন পিতা পুত্রে,দোজখে যায়,
মরার আগে মনে পরে,আপনার ফয়তা আপনি করে,
তবে অখেঁর হতে পারে,লালন তাই কয়।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন