কে বানালে এমন রংমহালখানা


কে বানালে এমন রংমহালখানা,
 হাওয়া আদম দেখ তার আসল বেনা।।

বিনা তেলে জ্বলছে বাতি,দেখা যায় যমন মুক্তা মতি,
  ঝলক দেয় তার চতুর্দিক,মধ্যখানা।।

তিল পরিমাণ যায়গায় সে যে,দুজন রং তাহার মাঝে,
  কালায় শুনে,আঁধলায় দেখে,লেংড়ার নাচনা।।

যে বানাল এই রং মহালখান,না জানি তার রূপটি কেমন,
  সিরাজ সাঁই কয় নাইরে লালন,তার তুলনা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।