কার জন্য ঘুরিস ক্ষেপা দেশ-বিদেশে
কার জন্য ঘুরিস ক্ষেপা দেশ-বিদেশে,
আপন ঘর খুঁজলে রতন,পাও আনা’শো।।
দৌড়াদৌড়ী দিল্লী লহোর,আপনার কোলে রয়ঘোর,
নিরূপ আলেক সাই মোর,আত্মা রূপ সে।।
যে লীলা ব্রহ্মান্ডের পর;সেই লীলা ভাণ্ড মাঝার,
ঢাকা যমন চন্দ্রের আকার,মেঘের আশে।।
আপনার আপনি চেনা,সেই বটে উপাসনা,
লালন কয় আলেক বিনা,যার হয় দিশে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন