এই মানুষে মানুষ রয়েছে মিশে


এই মানুষে মানুষ রয়েছে মিশে
সর্বদা সে রসে খেলিছে সাঁতার,
সেই রসরাজ করিছে বিরাজ
শম্ভু রসের মাঝ করে দীপ্তকার।।

না জেনে রসিক যারা, তারা ধরতে চায় অধরা
যায় না সে চাঁদ ধরা মিছে শ্রম করা
     দৃষ্ট হয় সেতারা,গম্ভু পাওয়া ভার।।

নিরন্তর সাঁই খেলিছে রসে, চিনিতে বালিতে রয়েছে মিশে
হস্তী না পায় দিশে, তথ্য চেঁউটি এসে
     বেওরা করে সাধন পূর্বাপর।।

 মহারসে বর্ত আছে রস বিহারী
সেহি নৌকায় আছে সাঁই রসের কাণ্ডারী
তার হাতে রস মুরারী, মুখে রসশ্বেরী,
     লালন বলে প্রেম তরি অখণ্ড শেখর।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।