আজ আমি দেহের কথা বলি শোনরে মন


আজ আমি দেহের কথা বলি শোনরে মন
  দেহের উত্তর দিকে আছে বেশি,দক্ষিণেতে আছে কম।।

দেহের তত্ত্ব না জানিলে,খবর পাবি কোনখানে,লাল জরদ ছিয়া ছফেদ,
  দেহের বায়ান্ন বাজার এই চারি কোণ।।

আগে খুঁজে ধর তারে,নাসিকাতে চলে ফেরে,
  নাভি পদ্মর মূল দুয়ারে,বসে আছে সর্বক্ষণ।।

আঠার মোকামে মানুষ,যে না জানে সেইত বেহুশ,
  লালন বলে যে করে হুশ,আদ্য মোকাম তার আসন।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।