মিলন হবে কত দিনে


আমার মনের মানুষের সনে,
  মিলন হবে কত দিনে।।

চাতকের প্রায় অহোনিশি চেয়ে আছি কাল শশী,
  হবে বলে চরণদাসী,হয় না আমার কপালগুণে।।

মেঘের বিদ্যুৎ মেঘে যমন,লুকালেন না পাই অন্বেষণ,
  কালারে হারায়ে ও মন রূপ হারায়ে দর্পণে।।

যখন ঐ রূপ স্মরণ হয়,থাকে না লোক লজ্জার ভয়,
  অধিন লালন বলে সদায়,প্রেম যে করে সেই জানে।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।