কোন কলে নানান ছবি নাচ করে সদায়
কোন কলে নানান ছবি নাচ করে সদায়,
কোন কলে হয় নানাবিধ আওয়াজ উদয়।।
কলমা পড়ি কল চিনিলে,যে কলে ঐ কলমা চলে,
উপর উপর বেড়াই শুনে,ডুবিনে হৃদয়।।
কলের পাখী কলের চোয়া,কলে মহর গিরা দেওয়া,
কল ছুটিলে যাবে হাওয়া,কে রবে কোথায়।।
আপন দেহের কল না পুড়ে,বিভোর হলে কলমা পড়ে,
লালন বলে মুরশিদ ছেড়ে,কে চিনে খোদায়।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন