আমার ঘরের চাবি পরের হাতে


আমার ঘরের চাবি পরের হাতে,
  কেমনে খুলিয়ে সে ধন দেখাব চোখেতে।।

আপন ঘরে বোঝাই সোনা,পরে করে লেনা-দেনা,
  আখের হলাম জন্ম কানা,না পাই দেখিতে।।

রাজী হলে দারোয়ানী,দ্বার ছেড়ে দিবেন তিনি,
  তারে বা কৈ চিনি শুনি,বেড়াই কুপথে।।

এই মানুষে মানুষ রতন,মানুষের হল না যতন,
  লালন বলে পেয়ে ধন,পারলাম না চিনিতে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।