আছে কোন মানুষের বসত
আছে কোন মানুষের বসত কোন দলে
ওরে মানুষ মানুষ সবাই বলে।।
অযোনী সহজ সংস্কার
তারা কি সন্ধানে সাধক এতবার
বড় গহীন মানুষ লীলে
ওরে মানুষ লীলে।।
ভজন সাধন নাহি জানি
কোথায় পায় সহজ কোথায় অযোনী,
বেড়াই বলে হরি বলে
ওরে হরি বোল বলে।।
তিন মানুষের করণ বিচক্ষণ
তারে জানলে হবে এক নিরূপণ,
লালন পল গোলমালে
ওরে মহা গোলমালে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন