কয় দমেতে বাজে ঘড়ি কররে ঠিকানা


কয় দমেতে বাজে ঘড়ি কররে ঠিকানা,
  কয় দমে আজ দিন রজনী ফিরানা ঘুরানা।।

দেহের খবর যে জন করে,আলেক বাজী দেখতে পারে,
  আলেক দম হাওয়ায় চলেরে,কি আজব কারখানা।।

ছে মওলাতে ঘড়ি ঘোরে,শব্দ হয় নিঃশব্দের ঘরে,
  কলকাঠি দ্বারে,দমে সে আসল বেনা।।

দমের সাথে কর সম্মিলন,অজান খবর জানবিরে মন,
  বিনয় করে বলছে লালন,ঠিকের ঘরে ভুলনা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।