সাঁইর লীলা দেখে লাগে চমৎকার
সাঁইর লীলা দেখে লাগে চমৎকার
ছুরাতে করিল সৃষ্টি,আকার কিসে নিরাকার।।
আদমের পয়দা করে,খোদ ছুরাতে পরওয়ারে,
মুরশিদ বিনে ছুরাতে কিসে,হইল সে হঠাৎ কারে।।
নূরর মানে হয় কোরানে,কি বস্তু সে নূর তাহার,
নিরাকারে কি প্রকারে,নূর চোয়ায়ে হয় সংসার।।
আহাম্মদীরূপে হাদী,দুনিয়ায় দিয়াছে বার,
লালন বলে শুনে দেলে,সেওত বিষম ঘোর আমার।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন