সমঝে কর ফকিরী মনরে


সমঝে কর ফকিরী মনরে,
  এবার গেলে আর হবে না,পড়বি বিষম ঘোর তরে।।

বিষ অমৃত আছে মিলন,জানতে হয় তার কিরূপ সাধন,
  দেখে যেন গরল ভক্ষণ কর না হারে।।

অগ্নি জৈছে ভষ্মে ঢাকা,অমৃত গরলে মাখা,
  মৈথুন দণ্ডে যাবে দেখা,বিভিন্ন ক’রে।।

কয়বার করলে আসা যাওয়া,নিরুপণ কৈ করলে তাহা,
  লালন বলে কে দেয় খেওয়া,চিনলে না তারে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।