মনের মানুষ খেলছে দ্বিদলে
মনের মানুষ খেলছে দ্বিদলে,
যমন সৌদামিনী মেঘের কোলে।।
রূপ নিরূপণ হবে যখন,মানুষ ধরা যাবে তখন,
জনম সয়ল হবে সেরূপ দেখিলে।।
না জেনে দল উপাসনা,আন্দাজী কি হয় সাধন,
মিছে ঘুরে মর গোলমালে।।
সে মানুষ চিনল যারা,পরম মহৎ তারা,
সিরাজ সা কয় অবোধ লালন,দেখ নয়ন খুলে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন