সে ভাব উদয় না হলে


সে ভাব উদয় না হলে,
  কে পাবে সেই অধর চাঁদের বারাম কোন কালে।।

ডাঙ্গাতে পাতিয়ে আসন ,জেল রয় তার কীর্তি এমন,
  বেদে কি তার পায় অন্বেষণ,রাগের পথ ভুলে।।

ঘর ছেড়ে ছেঞ্চেতে বাসা,অপথে তার যাওয়া আসা,
  না জেনে ভেদ খোলাসা,কথায় কি তাই মেলে।।

জলে যমন চাঁদ দেখো যায়,ধরতে গেলে হাতে না পায়,
  লালন তমনি সাধক ধারায়,পল গোল মালে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।