এমন দিন কি হবেরে আর


এমন দিন কি হবেরে আর,
  খোদা সেই করে গেল,রাছুল রূপে অবতার।।

আদমের রুহু সেই,কেতাবে শুনিলাম তাই,
  নিষ্ঠা যার হলরে ভাই,মানুষ মুরশিদ করিলে সার।।

খোদ ছরাতে পয়দা আদম ,জানা যায় অতি মরম
  আকার নাই তার ছুরাত কেমন,লোকে বলে তাও আবার।।

আহাম্মদের নাম লিখিতে,মিম নফি কয় তার কিসেতে,
  সিরাজ সাই কয় লালন তা’তে,কিঞ্চিৎ নজির দেখা যায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।