খেয়েছি বে-জেতে কচু না বুঝে


খেয়েছি বে-জেতে কচু না বুঝে,
  এমন তেঁতুল কোথা পাই খুঁজে।।

কচু এমন মান গোসাই,তারে চিনলি নারে ভাই,
  খেয়ে হলাম পাগল প্রায়,এখন চুবনী ঘরা চুলকাইছে।।

ভেবে নিম বৃক্ষ তার,তা’তে দিয়ে চিনির সার,
  কখনও সে হয় না মিঠা,এমনি কচুর বংশ যে।।

যত সব ভডুয়া বাঙ্গাল,কচুর মান গোসাই বলে,
  লালন ভেড়ো দেখলো ভেবে,ঐ কথায় কি আর মজে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।