কাল কাটালি কালের বশে
কাল কাটালি কালের বশে,
সদায় কামে চিত্ত কাল,কোন কালে তোর হবে দিশে।।
যৌবন কালে কামে দিলি মন,হারা হলি পিতৃধন
গেল রবির জোর,আঁখি হল ঘোর;
কোন দিন ঘিরিরে মন কাল শমনে এসে,
যাদের সঙ্গে রঙ্গে ছিলি চিরকাল
কালে কালে তারাই হল কাল,তা জাননা তার কি গুণপনা,
ধনির ধন গেল সব রিপুর বশে।।
বাদী বিবাদী সদায়,সাধন সিদ্ধি করিতে না দেয়,নাটের গুরু হয়,
লালস মহাশয়,ডুবি দাওরে লালন লোভ লালসে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন