আপন ঘরের খবর নে-না


আপন ঘরের খবর নে-না
  অনায়াসে দেখতে পাবি,কোন খানে সাঁই বারাম খানা।।

কমল ফোটা কারে বলি,কোন মুখে তার আছে গলি,
  কোন সময় পড়ে ফুলে,মধু খায় সে অলি জনা।।

অন্য জ্ঞান যায় সখ্য,মূখ্য সাধকের উপলক্ষ,অপরূপ তার বৃক্ষ,
  দেখলে জীবের পাপ থাকে না।

শুষ্ক নদীর মূখে সরোবর,তিলে তিলে হয়গো সাঁতার,
  লালন কয় কীর্তিকর্মার,কি কারখানা।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।