দেল দরিয়ায় ডুবলে দরিয়ার খবর পায়
দেল দরিয়ায় ডুবলে দরিয়ার খবর পায়,
নৈলে পুথিঁ পড়ে পণ্ডিত হলে কি ফল হয়।।
স্বয়ংরূপ দর্পণে নেহার,মানব রূপ সৃষ্টি করে,
দিব্য জ্ঞানী যারা,ভাবে বোঝে তারা।।
মানুষ ভজে সিদ্ধি করে যায়,
একেতে হয় তিনটি আকার,অযোনী সহজ সংষ্কার।।
যদি ভাব-তরঙ্গে ওর,মানুষ চিনে ধর,
দিনমনি গেলে কি হবে উপায়।।
মূল হইতে হয় ডালেরই সৃজন,ডাল ধরলে হয় মূল অন্বেষণ,
অমনি রূপ হইবে স্বরূপ,তারে ভেবে বিরুপ,
অবোধ লালন সদায়,নিরূপ ধরতে চায়।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন