আত্নতত্ত্ব না জানিলে
আত্নতত্ত্ব না জানিলে,
ভজন হবে না,পড়বি গোলে।।
আগে জানগা কালুল্লা আনল হক আল্লা,যাবে মানুষ বলে,
পড়ে ভূত হসনে বারংবার,একবার দেখ না প্রেম নয়ন খুলে।।
আপনি সাঁই ফিকির,আপনি বুরে রব্বানী,আপনি ভাসে প্রেম জলে,
লায়লাহাতন ইল্লাল্লা জীবন,আচে প্রেম যুগলে,লালন ফকির কয়,
যাবি মন কোথায়,আপনারে আজ আপনি ভুলে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন