চিনবে তারে এমন আছে কোন ধন


চিনবে তারে এমন আছে কোন ধনী
নয়সে আকার নয় নিরাকার নাই  ঘরখানি।।

বেদ আগমে জানা গেল
ব্রহ্ম যার হদ্দ হল,
জীবের কি সাধ্য বল
     তাঁরে চিনি।।

কত কত মুনি জনা
করিয়ে রে যোগ সাধন
লীলা অন্ত কেউ পেলনা
  লীলা এমনই।।

সবে বরে কিঞ্চিৎ ধ্যানী
গণ্য হল শূলপানি
লালন বলে আমি হব তেমনি।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।