কীর্তিকর্মার খেলা কে বুঝাতে পারে
কীর্তিকর্মার খেলা কে বুঝাতে পারে,
যে নিরঞ্জন সেই নূর নবী নামটি ধরে।।
গঠিতে সয়াল সংসার,এক দেহ দুই দেহ হয় যার,
আহাদে আহম্মদের বিচার,দেখ বিবারে।।
টারেতে নাম আহম্মদ হয়,এক হরফ তার নফি কেন হয়,
সে কথাটি জানব কোথায়,নিশ্চয় করে।।
এ মরম যাহারে সুধাই,ফাজিল ঝগড়া বাধায় সেই ভাই।।
লালন বলে স্থুল বুরে যাই তার তোড়ে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন