কি সাধনে পাই গো তারে


কি সাধনে পাই গো তারে,
  মন আমার অহোনিশি চায় গো যারে।।

হোম,যজ্ঞ,স্বব,ব্রত;
  ইহাতে সাঁই নহে রত,সাধু শান্ত্রে কয় সতত,

মনে কোনটি জানি সত্য করে,
  পঞ্চ প্রকার মুক্তির বিধি,অষ্টাদশ প্রকারে সিদ্ধি।।

এ সকল হয় হেতু ভক্তি,এতে বশ নয় আলেক সাইজী মোরে,
ঠিক পড়েনা প্রবত্তের ঘর,সাধন সিদ্ধ হয় কি প্রকার,
  সিরাজ বলে লালন তোমার,নজর হয় না কোলের ঘোরে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।