সময় থাকতে বাঁধল বাঁধলে না
সময় থাকতে বাঁধল বাঁধলে না,
জল শুখাবে মীন পলাবে,পস্তাবি-রে ভাই মনা।।
ত্রিবেণীর তিন ধারে,মীন রূপে সাঁই বিরাজ করে,
উপর উপর বেড়াও ঘুরে, গভীরেতে ডুবলেনা।।
মাসান্তরে মহাযোগ হয়,নিরসেতে রস ভেসে যায়,
করলে না যোগের নির্ণয়,মীনরূপ খেলা খেললে না।।
জগৎ জোড়া মীন অবতার,ছন্দির বোঝা ছন্দি উপর,
সিরাজ সাই কয় লালন এবার,গেলনা আওনা যাওনা।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন