জান গে মানুষের করণ কীসে হয়


জানগা মানুষের করণ কিসে হয়
ভুল না মন বৈদিক ভোলে
     অনুরাগের ঘরে বয়।।

ভাটি স্রোত যার বহে উজান
তাইতে কি হয় মানুষের করণ,
পরশন না হলে রে মন
     দর্শনে কি হয়।।

টলাটল করণ যাহার
স্পর্শগুণ কৈ মিলে তাহার,
গুরু শিষ্য যুগযুগান্তর
     ফাঁকে ফাঁকে রয়।।

লোহা সোনা পরশ স্পর্শে
সেহি করণ তেমনই সে,
 লালন বলে হলে দিশে
     জঠর জ্বালা যায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।