শুদ্ধ প্রেমের প্রেমিক মানুষ যে জন হয়


শুদ্ধ প্রেমের প্রেমিক মানুষ যে জন হয়
মুখে কথা কউক বা না কউক
     নয়ন দেখলে চেনা যায়।।

রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নাম মন্ত্রটি,
চিত্রগুপ্ত পাপপুণ্য তার
     কি লিখবেন খাতায়।।

মণীহারা ফণী যেমন
প্রেম রসিকের দুটি নয়ন,
কি করতে কি করে সে জন,
     অন্ত নাহি বোঝা যায়।।

সিরাজ সাঁই বারে বারে
শোনরে লালন বলি তোরে,
মদন রসে বেড়াও ঘুরে
     সে ভাব তোমার কৈ দাঁড়ায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।