শুদ্ধ প্রেম রসের রসিক মেরে সাঁই


শুদ্ধ প্রেম-রসের রসিক মেরে সাঁই
গণিলে পড়িলে কি তারে পাই।।

রোজা পূজা পড়ে
আত্ম সুখের কার্য্য হয় রে
সাঁইর খাতার কি সই পড়িবে
     মনে ভাব তাই।।

ধ্যানী-জ্ঞানী মানি জনা,
সাধুর খাতায় সই পড়ে না,
প্রেম প্রাপ্তির উপাসনা
     বেদে নাই।।

প্রেমে পাপ হয় কি পূণ্য হয়রে
চিত্রগুপ্ত লিখতে নারে,
সিরাজ সাঁই কয় লালন তোরে
     তাই জানাই।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।