যে জন পদ্মহীন সরোবরে যায়


যে জন পদ্মহীন [১] সরোবরে যায়
অটল অখণ্ড নিধি সেই জনা পায়।।

অপরূপ সেই নদীর পানি
জন্মে তাতে মুক্তামণি
বলবো কী তার গুণবাখানি
      যে পরশে পরশ হয়।।

পলক ভরে পাড় করা
পলকে যে তরকা ধরা
সে ঘাট ভেঙে মৎস ধরা
      সামান্য কাজ নয়।।

বিনে হাওয়ায় মৌজা খেলে
ত্রিখণ্ড হয় ভিন্ন পলে
তাহে ডুবে রত্ন তোলে
      রসিক মহাশয়।।

গুরুজী কাণ্ডারি যারে
অঠাঁইয়ে ঠাঁই দিতে পারে
লালন বলে সাধন জোরে
      শমন এড়ায়।।

(শুদ্ধ পাঠ নির্ণয়: ১৫ এপ্রিল ২০১৮)
(শাহ, ২০০৯, পৃষ্ঠা ৫২)

[১] অনেকে ভাষ্যে 'পদ্মহেম'; কিন্তু পাণ্ডুলিপিতে স্পষ্টই পদ্মহীন সরোবর রয়েছে।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।