স্বরূপেরই ঘরে অটল রূপ বিহারে


স্বরূপেরই ঘরে অটল রূপ বিহারে
চেয়ে দেখ না সখি, দেখনা তোরা,
ফণী মণি জিনি রূপেরই রাখানি
     দুইরূপে একরূপ হল যে করা।।

যে জন অনুরাগী হয় রাগের দেশে যায়
রাগের তালা খুলে সে রূপ দেখতে পায়
রাগেরই করণ  বিধি বিস্মরণ
     নিত্যলীলায় অপার রাগ নিহারা ৷৷

 অটল রূপে সাঁই ভেবে দেখ তাই
সে রূপের কভু নিত্যলীলা নাই
যে জন পঞ্চতত্ত্ব যজে  লীলারূপে মজে
     সে কি জানে অটল রূপ কী ধারা ৷।

আছে রূপের দরজায় শ্রীরূপ মহাশয়
রূপের তালা খোলার চাবি তাঁর হাতে সদাই
যে জন শ্রীরূপগত হবে তালা খোলা পাবে
     অধীন লালন বলে অধর ধরবে তাঁরা ৷৷

আছে অটল রূপে সাঁই
ভেবে দেখলাম তাই;
কখন সে রূপে মজে
সেহি জানে রসিক,বাগেরই ধারা।।

লীলা রূপে মজে,সেহি জানে রসিক, রাগেরই ধারা
যে জন অনুরাগী হয় রাগের দেশে যায়
রাগের তালা খুলে সে রূপ দেখতে পায়
অনুরাগেই করণ,বিধি বিস্মরণ
     লীলা নিত্যপুর,সেই রাগেরই খেলা।।

আছে রূপের দরজায় শ্রীরূপ মহাশয়,
  রাগের তালা চাবি তার হাতে সদায়,

যে জন স্বরূপ গত হবে,তালা চাবি পাবে,
  লালন বলে অধর ধরেছে তা’রা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।