গৌর প্রেম অথই আমি ঝাঁপ দিয়াছি তায়
গৌর প্রেম অথই আমি ঝাঁপ দিয়াছি তায়
এখন আমার প্রাণ রাখা ভার করি কি উপায়।।
ইন্দ্র বারি শাসিত করে
উজান ভাটা বাইতে পারে
সে ভাব আমার নাই অন্তরে
কোট সাধি কথায়
একেত প্রেম নদীর জলে
ঠাঁই মিলেনা নোঙর ফেলে
বেহুঁশারি নাইতে গেলে
কামকুমিরে খায়।।
গৌর প্রেমের এমনি ল্যাঠা
আসতে ভাটা যেতে ভাটা
না বুঝে মুড়ালে মাথা
অধীন লালন কয়।।
(শুদ্ধ পাঠ নির্ণয়: ৮ এপ্রিল ২০১৮)
(শাহ, ২০০৯, পৃষ্ঠা ৪৭)
ছাপবার জন্য এখানে ক্লিক করুন