তিন পাগলে হলো মেলা


তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
তিন পাগলে হলো মেলা নদে এসে॥

একটা পাগলামী করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢলে ধুলার মাঝে
    প’লো ধুলার মাঝে॥

একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে
     ওরে মন বুঝবি শেষে॥

দেখতে যে যাবি পাগল
অবশ্যই হবি পাগল অবশেষে
ছেড়ে দার ও ঘর দুয়ারও ফিরবি নেচে
     ওরে ফিরবি নেচে॥

পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন হয় তরাসে
অদ্বৈ’ নিতে চৈতে পাগল
     নাম ধরেছে॥

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।