ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময়


ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময়,
যাঁরে আকাশ পাতালে খুঁজি
     এই দেহে সে রয়।।

শুনতে পাই চার কারের আগে,আশ্রয় করে ছিল রাগে,
এ বেশে অটলরূপ ঝেঁপে
     মানব লীলা জগতে দেখায়।।

লামে আলিফ লুকায় যেমন
মানুষে সাঁই আছে তেমন,
তা নইলে কি সব নূরীতন
     আদমকে সেজদা জানায়।।

আহাদে আহম্মদ হল
আদমে যে জন্ম নিল,
লালন মহা ঘোরে প'ল
     লীলার অন্ত না পাওয়ায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।