মন চোরারে ধরবি যদি


মন-চোরারে ধরবি যদি মন
     ফাঁদ পাতো আজ ত্রিপিনে
অমাবস্যা পূর্ণিমাতে
    বারামখানা সেইখানে।।

ত্রিপিনে তিন ধারা বয়
তার ধারা চিনে ধরতে পারলে হয়
কোন ধারায় তার সদাই বিহার
     হচ্ছে ভাবের ভুবনে।।

সামান্যে কি যায় তারে ধরা
আট পহর দিতে হয় পাহারা
কখন সে ধারায় মেশে
     কখন রয় নির্জনে।।

 শুক্লপক্ষে ব্রহ্মাণ্ডে গমন
কৃষ্ণপক্ষে যায় নিজ ভুবন
লালন বলে সেরূপ লীলে
     দিব্যজ্ঞানী সেই জানে।

 

 

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।