কে যাবি গৌর প্রেমের ঘাটে


কে যাবি গৌর প্রেমের ঘাটে,
  ধাক্কায় যেন যাসনে চটে ফেটে।।

প্রেম নদীর তুফান ভারি,ধাক্কা লাগে ব্রহ্মপুরী,
  কর্মযোগে ধর্ম তারই,কারো বেঁচে ওঠে।।

চতুরলী থাকলে বল,প্রেম বিচ্ছেদে বাধবে কলহ,
  হারায়ে শেষে কুলে,কাঁদাকাঁটি পথে ঘাটে।।

আগে দুঃখ পরে সুখ,স’য়ে ব’য়ে যদি কেউ রয়
  লালন বলে প্রেম পরশ পায়,সামান্য তা কি ঘাটে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।