দেখবি যদি সে চাঁদেরে


।। দেখবি যদি সে চাঁদেরে ।।

দেখবি যদি সে চাঁদেরে
  যা যা কারণ-সমুদ্রের পারে।।

কারুণ্য তারুণ্য আড়ি
যে জন দিতে পারে পাড়ি
সে বটে সাধক
   এড়ায় ভবরোগ
       বসত হবে তাহার অমর নগরে।।

এক নদীর তিন বইছে ধারা
নাইকো নদীর কুল কিনারা
   বেগে তুফান ধায়
      দেখে লাগে ভয়
পার হবে যদি সাজাও প্রেমের তরী রে।।

যাসনা রে সামান্য নৌকায়
সে নদী বিষম তড়পায় [১]
  গেলে প্রাণে হবি নাশ, থাকবে অপযশ,ভবের পরে।।

মায়ার গেরুফি কাঠ
ত্বরায় প্রেম তরিতে চড়
সামনে কারণ-সমুদ্দুর
   পার হয় হুজুর
        যা-রে লালন শুধু গুরুবাক্য ধরে।। [২]

... ... ... ...

কথান্তর

বিভিন্ন সংকলনে এ গানের কথান্তর আছে

যেমন

[১] সে নদীর বিষয় তর্কায়...

 

[২] দেখবি যদি সে চাঁদেরে
যা, যা কারণ সমুদ্দুরের পারে।।
তারুণ্য কারুণ্য আড়ি
যেজন দিতে পারে পাড়ি
সেই বটে সাধক
এড়ায় ভবরোগ
বসত হবে তার অমর-নগরে।।

যাস রে সামান্য নৌকায়
সে নদীর বিষম গুড়খায়
গেলে প্রাণ হবি নাশ
থাকবি অপযশ
যদি সাজাও প্রেমের তরী রে।।

কারণ সমুদ্দুর পারে
গেলে পায় অধর চাঁদেরে
কারণ সমুদ্দুর
পার হয়ে গুরুর
যারে লালন সৎগুরুর বাক্‌ ধরে।।

–লালন গীতিকা, পৃ. ৬০-৬১

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।