ডুবে দেখ দেখি প্রেম নদীর জলে


ডুবে দেখ দেখি প্রেম নদীর জলে


ডুবে দেখ দেখি প্রেম নদীর জলে
     মীনরূপে সাঁই খেলে,
প্রেম ডুবারু না হইলে
     বাঁধবে নারে জালে।।

জেলে যুতেল বোড়শেল আদি
ভ্রমিয়ে চার যুগ অবধি
   কেউ না তারে পেলে
ক্ষার করে মীন রয় চিরদিন
   প্রেম সন্ধিস্থলে।।

তিরধারার যেহি ছন্দি
খুলতে পারে সেই বন্দি
   প্রেম ডুবারু হরে,
তবে সে মীন আসবে হাতে
   আপনা আপনি চলে।।

স্বরূপ শক্তি প্রেম সিন্ধু
মীন অবতার দীন বন্ধু
   সিরাজ সাঁই যায় বলে,
 শোনরে লালন ম'লি এবার
   গুরুতত্ত্ব ভুলে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।