ডাকরে মন আমার হক নাম আল্লা বলে
ডাকরে মন আমার হক নাম আল্লা বলে
ভেবে বুঝে দেখ সকলি না হোক
হক মোর আল্লার নামাটি, দাও ভুলিলে।।
ভরসা নাই এ জেন্দেগানি[১]
যেমন পদ্ম পাতার পানি পড়বে টলে।
সুখের বাড়ি ঘর কোথা পাব কার
হোকনা হোক কেবল সঙ্গে চলে।।
ভবেরো ভাই বন্ধু যারা
বিপদ দেখিলে তারা পালাবে ফেলে।।
কায়-প্রানে ভাই আখের সুপদ নাই
ক্ষনেক পহ্মী যেমন থাকে বৃহ্ম ডালে।।
অকাজে দিন হোল রে সাম
কখন লবা সেই আল্লার নাম বাজার ভাঙিলে
পেয়েছিলে মন দুলভ জনম
লালন কয় এ জনম যায় বিফলে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন