আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই কার ফিকিরি
আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই কার ফিকিরি।
জানলে সেই ফিকির-ফাকার তারই এবার হয় ফকিরি।।
আত্নারূপে পরিচয় নাই যার
পড়লে কি যায় মনের অন্ধকার
আবার আত্মারূপে কর্তা হয়
হয় বিচারি।।
কোরানে কোরান কালুল্লায়
কুল্লে সাইন মোহিত লেখা যায়,
আল জবানের খবর জেনে
হও হুঁশারি।।
বাদ পড়ে ভেদ পেত যদি সবে
গুরুর গৌরব থাকত না তবে
লালন ভনে তাই না জেনে
গোলমাল করি।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন