আয়গো যাই নবীর দ্বীনে
দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা-মদিনে
আয়গো যাই নবীর দ্বীনে।।
তরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে
যথাযোগ্য লায়েক জেনে
রোজা আর নামাজ ব্যক্ত এহি কাজ
গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে।।
অমূল্য দোকান খুলেছেন নবী
যে ধন চাবি সেই ধন পাবি
বিনা কড়ির ধন সেধে দেয় এখন
না লইলে আখেরে পস্তাবে মনে।।
নবীর সঙ্গে ছিল ইয়ার চারজন
চারকে দিলেন নবী চার মতো যাজন।।
নবী বিনে পথে গোল হোল চার মতে
ফকির লালন বলে যেন গোলে পড়িস নে।।
সরলার্থ: ধর্মের বিজয় ধ্বনি বাজছে শহর ও গ্রামে, মদিনা ও মক্কায়। ধর্মের শিক্ষা নিতে হবে দুই অবস্থান থেকেই। যেমন, চূড়ান্ত বিজয়ের আগে হিজরত করে পিছু হটে আসা মদিনার অভিজ্ঞতা এবং এবং মক্কা বিজয়ের ভূতপূর্ব সাফল্যের অভিজ্ঞতা, আল্লার সহায়তা ছাড়া যা ছিল অসম্ভব। রক্ত, গোত্র, জাতিবাদ, বংশবাদ, ভূখণ্ডবাদ -- বিশেষ ভাবে কোরেশদের আভিজাত্য ও অহংকার চূর্ণ বিচূর্ণ করে যে দ্বীনের আবির্ভাব ঘটেছে, তার বিজয় এভাবেই সম্ভব হয়েছে। নবী পথ দেখিয়েছেন কখনো প্রকাশ্যে, কখনো নীরবে বা গোপনে। কিন্তু সবার জন্য একই ভাবে নয়। কাউকে তিনি জাহেরি শিক্ষা দিচ্ছেন নিয়ম শৃংখলা বিধিবিধান ভালমন্দ ভেদবুদ্ধি ইত্যাদি দ্বারা, আবার কাউকে শিক্ষা দিচ্ছেন হৃদয় দিয়ে, একান্তে।
রোজা আর নামাজ তিনি 'ব্যক্ত' করে গিয়েছেন, যা আমাদের সুশৃংখল জীবনের জন্য দরকার, কিন্তু যা তিনি একান্তে গোপনে দিয়ে গিয়েছেন সেটা রোজা নামাজে মিলবে না। সেই একান্ত বা লোকচক্ষুর আড়ালের রুহানি পথ ভক্তির পথ। বিনা শর্তে সর্বস্ব আত্মসমর্পনের পথ। যে মন যেমন 'লায়েক', সেই মন যতোটুকু গ্রহণ করতে পারবে, সেটা খেয়াল করেই তিনি যার যেমন বহনের ক্ষমতা তেমন ভাবে দ্বীনের শিক্ষা দিয়ে গেছেন।
এ এক অমূল্য দোকান নবীর। এখানে কিছু কিনলে কোন মূল্য দিতে হয় না। এই 'অমূল্য' দোকানে তুই যা চাইবি, তাই পাবি। তোর যা দরকার সেটা এই দোকানে পেয়ে যাবি। বিনা কড়িতে ধন বিলিয়ে যাচ্ছেন নবী। যদি এখনই সরল ভাবে তুই তা গ্রহণ করতে না পারিস তাহলে আখেরে নির্ঘাত পস্তাবি।
কারন নবীর 'ইয়ার' , দোস্ত বা সাহাবা ছিল চারজন, তাদের কথা ভেবে দেখ। চারজনের কেউই একই রকম শিক্ষা পান নি। চার জনকে নবী চার প্রকার 'যাজন' বা শিক্ষা দিয়েছেন। তারা যে যেমন তারা সেভাবেই নবীকে বুঝেছে। চারজন চারভাবে। নবীকে এখন হাজার জন হাজার ভাবে বুঝবে। হাজার ভাবে বোঝে! গোলমাল শুরু হয়ে গিয়েছে।!
দেখিস্, তুই নিজে যেন আবার গোলামালে পড়িস নে । বিনামূল্যে নবীর কাছ থেকে তুই নিজে যা বোঝার নিজের গরজে নিজের মতো বুঝে নে।
চল যাই নবীর দ্বীনে, ডংকা বাজছে মক্কায় আর মদিনায় -- জাহেরে এবং বাতেনে। নিয়ম বিধিবিধানের সরল পথে অথবা রুহানিয়াতের সদর রাস্তায়।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন