নবী দ্বীনের রাসুল খোদার মকবুল


নবী দ্বীনের রাসুল খোদার মকবুল।
ও নাম ভুল করিলে পড়বি ফেরে হারাবি দুই কুল।

নবী পাঞ্জাগানা নামাজ পড়ে
সেজদা দেয় সে গাছের পরে
     সেই না গাছের ঝরে পড়ে ফুল
সেই ফুলেতে মৈথুন করে
     দুনিয়া করলেন স্থূল।।

নবী আউলে আল্লার নূর
দুওমেতে তওবার ফুল
     সিয়ামেতে ময়নার গলার হার
চৌঠামেতে নূর ছিতারা
     পঞ্চমে ময়ূর।।

আহাদে আহাম্মদ বর্ত
জেনে কর তাহার অর্থ
      হয় না যেন ভুল;
লালন বলে ভেদ না জেনে
হ’লাম নামাকুল।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।