ভজ মুরশিদের কদম এই বেলা
ভজ মুরশিদের কদম এই বেলা
(ওগো) যার পেয়ালায় হৃদ কমলা
ক্রমে হবে উজলা।।
নবীজীর খানদানেতে
পেয়ালা চারিমতে
জেনে নাও দিন থাকিতে
ওরে আমার মন ভোলা।।
কোথা আবহায়াত নদী
ধারা বয় নিরবধি
সেই ধারা ধরবি যদি[১]
দেখবি অটলের খেলা।।
এপারে কে অনিল
ওপার কে নেবে বল
লালন কয় তারে ভোল
কেন রে করে অবহেলা।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন