মুরশিদের ঠাঁই নে না রে তার ভেদ বুঝে
মুরশিদের ঠাঁই নে না রে তার ভেদ বুঝে
এ দুনিয়ার সিনায় সিনায় কী ভেদ নবী বিলায়েছেন।।
নেকতন বান্দারা যত
ভেদ পেলে আউলিয়া হোত
নাদানেরা শূল চাঁচিত
মনসুর তার সাবুদ আছে।
সিনার ভেদ সিনায় সিনায়
সফিনার ভেদ সফিনায়
যে পথে যার মন হোল ভাই
সেই সেভাবে দাঁড়িয়েছে।।
কুতর্ক আর কুস্বভাবী
তারে ভেদ বলে নাই নবী
ভেদের ঘরে দিয়ে চাবি।।
শরা মতে বুঝায়েছে।।
তফসির হোসাইনি যার নাম
তাঁই ধুঁড়ে মসনবি কালাম
ভেদ-ইশারায় লেখা তামাম
লালন বলে নাই নিজে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন