এস হে অপারের কাণ্ডারী


এস হে অপারের কাণ্ডারী
(আমি) পড়েছি অকুল পাথারে
     দাও আমায় চরণতরী।।

প্রাপ্ত পথও ভুলেছি এবার
ভবকুপে জ্বলবো কত আর [১]
তুমি নিজ গুণে শ্রীচরন দাও আমায়
তবে কূল পেতে পারি।।

ছিলাম কোথায় এলাম হেথায়
আবার আমি যাই যেন কোথায় [২]
তুমি মনরথের সারথি হয়ে
    স্বদেশে নাও মনেরি।।

পতিত পাবন নাম তোমার গো সাঁই
পাপী তাপী তাইতে দেই দোহাই
অধীন লালন ভনে তোমা বিনে
   ভরসা কারে করি।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।